বিদেশ থেকে আমদানির কারণে চালের বাজারে পাইকারি পর্যায়ে কিছুটা দাম কমলেও খুচরা পর্যায়ে এখনো কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল পুরোপুরি বাজারে আসলে চালের দাম কমতে পারে।
পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও যা ছিল ৭০ টাকা। অন্যদিকে, খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। একইভাবে, মরিচের দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। কেজিতে ৬০ টাকা কমে এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, আর খুচরা বাজারে ১৩০ টাকা।
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মাছ ও সবজির দাম। মাছের দাম গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০টাকা। ৮০টাকার নিচে মিলছে না কোন সবজি।